• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় ফের হামলা হলে নৈরাজ্য বাঁধবে : পুতিন


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৬, ২০১৮, ১০:০৯ এএম
সিরিয়ায় ফের হামলা হলে নৈরাজ্য বাঁধবে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ঢাকা: সিরিয়ায় পশ্চিমা শক্তিরা ফের হামলা করলে আন্তর্জাতিক অঙ্গনে নৈরাজ্য বাঁধবে বলে হুঁশিয়ারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (১৪ এপ্রিল) সিরিয়ায় মার্কিন মিত্রদের হামলার পর রোববার (১৫ এপ্রিল) সেখানকার পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে ফোন আলাপের সময় এমন কথা বলেন এই রুশ প্রেসিডেন্ট।

পুতিনের প্রেস সেক্রিটারির বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা আরআইএ’র এক প্রতিবেদনে বলা হয়, দুই নেতা এক্যমত পোষণ করে বলেছেন. সিরিয়ার উপর এই হামলা সম্পূর্ণ অনেয্য, এই হামলার পর সিরিয়াতে যে রাজনৈতিক পুনঃবাসনের চেষ্টা হচ্ছে, তা ধ্বংসের পায়তারা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পুতিন জোর দিয়ে বলেছেন যদি না জাতিসংঘ এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আন্তর্জাতিক সম্পর্কে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দেবে।

গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন ও তার দুই মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স সিরিয়ার সরকারি তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে কোনো হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। সূত্র: আল জাজিরা

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!