• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় রাসায়নিক গ্যাস হামলায় শিশুসহ নিহত ৫৮


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৪, ২০১৭, ০৪:১২ পিএম
সিরিয়ায় রাসায়নিক গ্যাস হামলায় শিশুসহ নিহত ৫৮

ছবি: আলজাজিরা

ঢাকা: সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে ভয়াবহ রাসায়নিক গ্যাস হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১১জন শিশু রয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। 

কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে  হামলাটি সিরিয়ার সরকারি বাহিনী অথবা রাশিয়ার জঙ্গি বিমানগুলো করেছে। তবে এ হামলার কথা অস্বীকার করেছে দামেস্ক।

হামলার ফলে হাজার হাজার মানুষ শ্বাসকষ্ট ও মস্তিস্কজনিত রোগে ভুগছে। মঙ্গলবার সকালে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে চালানো এ হামলায় নিহতদের মধ্যে নয়টি শিশু রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি।

ইদলিবের খান শেইখৌন শহরে চালানো এ হামলায় ৬০ জনেরও বেশি আহত হওয়ার খবর দিয়েছে তারা।

তবে অবজারভেটরির এ তথ্যের বিষয়ে সিরিয়ার সেনাবাহিনীর মন্তব্য জানতে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গৃহযুদ্ধে এ ধরনের কোনো অস্ত্র ব্যবহার করার কথা বরাবর অস্বীকার করে আসছে সিরীয় সরকার। 

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!