• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় ২৪ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে আইএস


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৯, ২০১৬, ০৬:৪৫ পিএম
সিরিয়ায় ২৪ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে আইএস

সিরিয়ার ২৪ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে ইসলামি জঙ্গি গোষ্ঠী (আইএস)। যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি-আরব জোট থেকে উত্তর সিরিয়ার বুয়ির নামে একটি গ্রাম আইএস দখলে নেয়ার একদিন পর এ হত্যাকাণ্ড ঘটিয়েছে আইএস সদস্যরা। 

শুক্রবার (২৯ জুলাই) মনিটরকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কুর্দি ও আরব যোদ্ধাদের সমন্বয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) থেকে বুয়ির নামের ওই গ্রামটি দখলে নেয়ার পর গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৪ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে আইএস। 

গ্রামটি মানবিজ শহর থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে তুর্কি সীমান্ত এবং আইএসের সদর দপ্তর বা কার্যত রাজধানী হিসেবে পরিচিত রাকা শহরের মূল প্রবেশপথে অবস্থিত। 

সিরিয়ার অভ্যন্তরীণ সূত্র থেকে তথ্য নিয়ে অবজারভেটরি জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রচণ্ড আক্রমণের পর আইএস মানবিজের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন গ্রাম দখলে নেয়। গত ৩১ মে থেকে এসডিএফ মানবিজ শহরটি আইএসের কাছ থেকে উদ্ধারের জন্য বিমান হামলা চালিয়ে আসছে। এই জোট এরই মধ্যে শহরে প্রবেশ করেছে। কিন্তু আত্মঘাতী জিহাদিদের গাড়িবোমা হামলার মুখে পড়ছে বারবার। 

পাঁচ বছরের সংঘাতে সিরিয়ায় প্রায় ২ লাখ ৮০ হাজার লোক নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!