• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেট থেকে সুখবর দিল বাংলাদেশ ‌‌‘এ’ দল


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৪, ২০১৭, ০৩:১১ পিএম
সিলেট থেকে সুখবর দিল বাংলাদেশ ‌‌‘এ’ দল

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে কোথাও কোনো সুখবর নেই। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল একের পর এক হেরেই চলেছে। দুই টেস্টের সিরিজে বাজেভাবে হেরেছে মুশফিকুর রহীমের দল। সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যুবারা ১-৩ ব্যবধানে হেরেছে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশের ক্রিকেটকে কিছুটা হলেও সুখবর দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

তারা একমাত্র বেসরকারী টেস্টে  আয়ারল্যান্ড ‌‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে। ইয়াসির আলীর অপরাজিত ৪৭ এবং নুরুল হাসানের ৩১ রানের কল্যাণে ৩৯.৩ ওভারে ৫ ‍উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এছাড়া আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম ২৫ রান করে ফিরে গেছেন। বাকিদের মধ্যে আল-আমিন ২৪, জাকির হাসান ৪ রান করেন। অ্যান্ডি ম্যাকব্রিন ৬৪ রানে পেয়েছেন ৪ উইকেট।

আগের দিনের ৬ উইকেটে ৩২২ রান নিয়ে খেলতে নেমে বাংলাদেশ ‘এ’ অলআউট  হয় ৩৩৭ রানে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা আয়ারল্যান্ডকে শুক্রবার ধসিয়ে দিয়েছেন দুই স্পিনার সানজামুল ইসলাম ও মেহেদী হাসান।

বাংলাদেশের স্পিনারদের দাপটে যা একটু লড়েছেন জেমস শ্যানন। মেহেদীর বলে এলবিডব্লিউ হওয়ার আগে আইরিশ ওপেনার করেছেন ৯০ রান। ৫ উইকেট নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার সানজামুল। মেহেদী পেয়েছেন ৩ উইকেট।

১৩২ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ‘এ’ দলের ৮ রানে হারিয়ে ফেলে ২ উইকেট। সেখান থেকে দারুনভাবে ঘুরে দাড়িয়ে দারুন এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ সেরা হয়েছেন সাদমান ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!