• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিলেটে জঙ্গি আস্তানা ঘিরে চলছে অভিযান


সিলেট প্রতিনিধি মার্চ ২৪, ২০১৭, ০৯:২৮ এএম
সিলেটে জঙ্গি আস্তানা ঘিরে চলছে অভিযান

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকে এ অভিযান শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শিববাড়ির ৫তলা একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা যাবার পর শুক্রবার ভোরে ওই বাড়িসহ আশপাশের এলাকায় তল্লাশি শুরু করা হয়। এ সময় বাড়িটির দ্বিতীয়তলা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারা হয়। সকাল সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় আরেকটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সকাল পৌনে ৯টা থেকে থেমে থেমে ওই এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইতিমধ্যে ভবনটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ওই এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা থেকে সোয়াতের একটি দল হেলিকপ্টারে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পরই মূল অভিযান শুরু হবে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি কমিশনার রোকনউদ্দিন জানান, পাঁচতলা ওই বাড়িটিতে জঙ্গিরা অবস্থান নিয়েছে- এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে অভিযান চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!