• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিলেটে জয় দেখছে বাংলাদেশ ‘এ’ দল


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৩, ২০১৭, ০৭:১৪ পিএম
সিলেটে জয় দেখছে বাংলাদেশ ‘এ’ দল

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে কোথাও কোনো সুখবর নেই। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল একের পর এক হেরেই চলেছে। দুই টেস্টের সিরিজে বাজেভাবে হেরেছে মুশফিকুর রহীমের দল। সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যুবারা ১-৩ ব্যবধানে হেরেছে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশের ক্রিকেটকে কিছুটা হলেও সুখবর দিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র বেসরকারি টেস্ট জিততে শেষ দিনে বাংলাদেশ ‘এ’ দলের দরকার ১০৫ রান, হাতে রয়েছে ৮ উইকেট। আগের দিনের ৬ উইকেটে ৩২২ রান নিয়ে খেলতে নেমে বাংলাদেশ ‘এ’ আজ অলআউট ৩৩৭ রানে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা আয়ারল্যান্ডকে শুক্রবার ধসিয়ে দিয়েছেন দুই স্পিনার সানজামুল ইসলাম ও মেহেদী হাসান।

বাংলাদেশের স্পিনারদের দাপটে যা একটু লড়েছেন জেমস শ্যানন। মেহেদীর বলে এলবিডব্লিউ হওয়ার আগে আইরিশ ওপেনার করেছেন ৯০ রান। ৫ উইকেট নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার সানজামুল। মেহেদী পেয়েছেন ৩ উইকেট। ১৩২ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ‘এ’ দলের ৮ রানে হারিয়ে ফেলে ২ উইকেট।  জয়ের প্রান্তে পৌঁছাতে ১৪ রানে অপরাজিত আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান  সাদমান ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!