• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেটে পাওয়ার গ্রিড সাব-স্টেশনে আগুন


নিজস্ব প্রতিবেদক, সিলেট ডিসেম্বর ১১, ২০১৭, ০১:২০ পিএম
সিলেটে পাওয়ার গ্রিড সাব-স্টেশনে আগুন

সিলেট: জেলার ফেঞ্চুগঞ্জের পালবাড়ীতে ২৩০ কেভি সাব-স্টেশনের ৩শ এমবিপিএ পাওয়ার গ্রিড কোম্পানির সাব-স্টেশনে আগুন লেগেছে। সোমবার (১১ ডিসেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়- সাব-স্টেশনের এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। অগ্নিকাণ্ডের ফলে উসোমবার সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টার পর দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্রিড সেকশনের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বলেন, ট্রান্সফরমারে আগুন ধরায় বেশ কিছু এলাকা ৩ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!