• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেটে ফিরেই বদরুলের শাস্তি দাবি খাদিজার


সিলেট প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ০৮:৩৭ পিএম
সিলেটে ফিরেই বদরুলের শাস্তি দাবি খাদিজার

সিলেট: সিলেটে ফিরে তার ওপর হামলাকারী বদরুলের শাস্তি দাবি করলেন খাদিজা বেগম নার্গিস। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিমানযোগে ঢাকা থেকে সিলেট পৌঁছান খাদিজা।

বিমানবন্দরে নেমেই খাদিজা সাংবাদিকদের বলেন, আমি চাই বদরুলের বিচার দ্রুত শেষ হোক। তার শাস্তি হোক।

রোববার (২৬ ফেব্রুয়ারি) খাদিজা হত্যাচেষ্টা মামলায় সিলেটের মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে সাক্ষী দেয়ার কথা রয়েছে তার। এর আগেও সাক্ষী দেয়ার কথা থাকলেও চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি খাদিজা।

চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজা এখন অনেকটা সুস্থ। তিনি নিজের কাজ নিজে করতে পারছেন এবং তার স্মৃতিশক্তি ফিরে এসেছে।

গেল বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে মারাত্মকভাবে আহত হওয়া খাদিজা বর্তমানে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন ছিলেন। এর আগে আহত হওয়ার পর তিনি প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

খাদিজাকে হত্যাচেষ্টা মামলার আসামি বদরুল বর্তমানে কারাগারে আছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!