• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিলেটে ফেলের সঙ্গে বেড়েছে জিপিএ-৫


নিজস্ব প্রতিবেদক, সিলেট মে ৪, ২০১৭, ০১:২০ পিএম
সিলেটে ফেলের সঙ্গে বেড়েছে জিপিএ-৫

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। এ বোর্ডে পাস করেছে ৮০ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী, যা গতবছরের থেকে চার দশমিক ৫১ শতাংশ কম। আগের বছর এই হার ছিল ৮৪ দশমিক ৭৭ শতাংশ।

বৃহস্পতিবার (৪ মে) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ। তিনি জানান, গণিতে ফেলের কারণে এবার পরীক্ষার সার্বিক ফলাফলে পাসের হার কমেছে। এছাড়া শারীরিক শিক্ষা ও আইসিটি বিষয়েও খারাপ করেছে শিক্ষার্থীরা।

তবে পাসের হার কিছুটা কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট দুই হাজার ৬৬৩ এসএসসি পরীক্ষার্থী, গতবার এ সংখ্যা ছিল দুই হাজার ২৬৬।

এ বোর্ডের অধিনে সিলেটের চার জেলার ৮১২ প্রতিষ্ঠানের মোট ৯৪ হাজার ১৪২ পরীক্ষার্থী এসএসসিতে অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৭টি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!