• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে মাটি ধসে নিহত ৪


সিলেট প্রতিনিধি ফেব্রুয়ারি ২৬, ২০১৮, ০৩:৪০ পিএম
সিলেটে মাটি ধসে নিহত ৪

সিলেট : জেলার কোম্পানীগঞ্জ থেকে চার লাশ উদ্ধার করা হয়েছে। সবাই পাথর তোলার সময় মাটি ধসে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আলম এ কথা জানান।

নিহতরা হলেন- সুনামগঞ্জের মুরাদপুরের মতিউর রহমান (৩০) রুহুল মিয়া (২২), ছলেরবন গ্রামের আশিক আলী (৩০), জামালগঞ্জের কলকটা গ্রামের আতাবুর রহমান (৩০)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইরাগ এলাকায় ৭০-৮০ ফুট গর্ত করে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। এক পর্যায়ে মাটি ধসে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। স্থানীয়রা রাতেই ঘটনাস্থল থেকে মতিউর ও রুহুল মিয়ার এবং সোমবার সকালে আশিক ও আতাবুরের লাশ উদ্ধার করে।

এ ছাড়া দুর্ঘটনার পরপর আহত রকিবুল, ফিরোজ আলী ও রুহেলকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং কোয়ারির লেবার সর্দার আব্দুর রউফকে (৫০) আটক করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা সামসুল। আহত তিনজনের বাড়ি সুনামগঞ্জের মলিকপুরে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!