• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০১৮, ০৯:৫১ পিএম
সিলেটে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

ঢাকা: ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে। টেস্ট সিরিজ খোয়াতে হয়েছে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হেরে বসে আছে মাহমুদউল্লাহর দল। সিলেটে রোববার (১৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচ হবে।

এরই মধ্যে সদলবলে মাহমুদউল্লাহরা চলে গেছে সিলেটে। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি জিততে না পারলে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজও খোয়াতে হবে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচকে ঘিরে সিলেটে উৎসবের আবহ তৈরি হয়েছে। কিছুদিন আগে বিপিএল শুরু হয়েছিল সিলেট থেকে। প্রতিটি ম্যাচই কানায় কানায় পূর্ণ ছিল।
এবার বাংলাদেশের ম্যাচ। স্বাভাবিকভাবেই দর্শকদের উপচে পড়া ভিড় থাকবে। তারও পর বাংলাদেশের জন্য ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে বাঁচামরার লড়াই।

সিলেট বিভাগীয় ক্রীড়া সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলছিলেন,‘২০১৪ বিশ্বকাপের পর সিলেটে আবার আন্তর্জাতিক ম্যাচ। এবারই প্রথম সিলেটে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। সিলেটবাসীর আগ্রহের শেষ নেই। আশা করছি প্রচুর দর্শক হবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!