• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০১৭, ১০:০২ পিএম
সিলেটে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ

প্রতীকী ছবি

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হয়েছিল সিলেট থেকে। সেখানে দারুন সাড়া ফেলেছিল বাংলাদেশের জমাট ঘরোয়া লিগ। টিকিট পেতে ক্রিকেটপ্রেমীদের  বিনিদ্রযাপন করতে হয়েছে। এবার বড় সুখবর পেল সিলেটবাসি। আগামী জানুয়ারিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি।

এর আগে  শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে মিরপুরে হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৫ থেকে ২৭ জানুয়ারি হবে এই সিরিজের ম্যাচগুলো। সবগুলো ম্যাচই হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির। সবশেষ বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ হয়েছিল ২০১০ সালে।

১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে প্রত্যেকটি দল একে অন্যর বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনালে খেলবে ২৭ জানুয়ারি।

ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। ৩১ জানুয়ারি চট্টগ্রামে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকায় ৮ ফেব্রুয়ারি থেকে।

টেস্ট সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫ ফেব্রুয়ারি মিরপুরে হবে প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে সিলেটে ১৮ ফেব্রুয়ারি।

ত্রিদেশীয় সিরিজের সূচি
১৫ জানুয়ারি    বাংলাদেশ-জিম্বাবুয়ে                    মিরপুর    দিবারাত্রি    
১৭ জানুয়ারি    শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে        মিরপুর    দিবারাত্রি
১৯ জানুয়ারি    বাংলাদেশ-শ্রীলঙ্কা        মিরপুর    দিবারাত্রি
২১ জানুয়ারি    শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে        মিরপুর    দিবারাত্রি
২৩ জানুয়ারি    বাংলাদেশ-শ্রীলঙ্কা        মিরপুর    দিবারাত্রি
২৫ জানুয়ারি    বাংলাদেশ-শ্রীলঙ্কা        মিরপুর    দিবারাত্রি
২৭ জানুয়ারি    ফাইনাল            মিরপুর    দিবারাত্রি

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!