• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটের ‘আইকন’ সাব্বির রহমান


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২৫, ২০১৭, ০৭:৪২ পিএম
সিলেটের ‘আইকন’ সাব্বির রহমান

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির পঞ্চম আসর শুরুর ক্ষণ গণনা চলছে। চলছে অংশগ্রহণকারি দলগুলোর প্রস্তুতিও। প্লেয়ার ডাফটের আগেই পছন্দের খেলোয়াড় দলে ভিড়িয়েছে অনেক দলই। তারই ধারাবাহিকতায় মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানকে নিজেদের ‘আইকন’ খেলোয়াড় ঘোষনা করেছে সিলেট সুরমা সিক্সার্স। মঙ্গলবার (২৫ জুলাই) বিষয়টি নিজের ফেসবুকে অ্যাকাউন্টে নিশ্চিত করেন সাব্বির।

ফেসবুকে সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সাথে ছবি দিয়ে ক্যাপশনে সাব্বির লিখেন, Surma Sixers sylhet have been announced me as their icon cricketer for the upcoming BPL 2017.pray for my new team. বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘আসন্ন বিপিএলে সিলেট সুরমা সিক্সার্স আমাকে তাদের আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে। আমার নতুন দলের জন্য প্রার্থনা করুন।’

এবার  আইকন (এ প্লাস ক্যাটাগরি) ক্রিকেটারদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নতুন নিয়মে আইকন ক্রিকেটাররা স্বাধীন। তারা যেকোনো ফ্রাঞ্চাইজিতে ইচ্ছা যেতে পারবে। পাশাপাশি আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক এবার আর বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়নি। তাদের পারিশ্রমিক নির্ধারণ হবে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে।

আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল। এবার অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়েছে। গত আসরে খেলেছিল সাত দল। এবারের আসরে দল বেড়ে হচ্ছে আটটি। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে সিলেট। তবে নতুন মালিকানার অধীনে এবার খেলতে নামবে সিলেট। তাই এবার তাদের দলের নতুন নাম সিলেট সুরমা সিক্সার্স।

গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন সাব্বির। বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের দানবীয় ইনিংসও খেলেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!