• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেটের তরুণদের সাহায্য করতে চান ওয়াকার


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৯, ২০১৭, ০৮:৪২ পিএম
সিলেটের তরুণদের সাহায্য করতে চান ওয়াকার

ঢাকা: তিনি পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি। ওয়াকার ইউনিসের গতির সময় এক সময় ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে দিত। ক্রিকেট ছাড়ার পর দীর্ঘদিন কোচিং পেশায় ছিলেন। পাকিস্তান জাতীয় দলকেও কোচিং করিয়েছেন দুই দফায়। এবার বিপিএল শুরুর আগে একবার বাংলাদেশে এসেছিলেন ওয়াকার সিলেট সিক্সার্সের প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে অতিথি হয়ে। বিপিএল শুরুর পর আবার এসেছেন কিংবদন্তি সাবেক এই ফাস্ট বোলার। তিনি সিলেট সিক্সার্সের মেন্টর হিসেবে কাজ করছেন।

ওয়াকার শেখাতে চান সিলেটের তরুণদের। তিনি বলছেন, ‘আমি আসলে তরুণদের সাহায্য করতেই এখানে এসেছি। আমার কাজ প্রতিদিনের নয়। ম্যাচ অনেক হলেও অনুশীলন সেশনও আছে। উঠতি তরুণ আছে অনেক, যাদের সহযোগিতা প্রয়োজন। আমাকে সে জন্যই আনা হয়েছে। পাশাপাশি টিম ম্যানেজমেন্টকেও সহায়তা করব। সিলেটের এই ফ্র্যাঞ্চাইজির এটি প্রথম আসর।। ওদের পর্যাপ্ত সহযোগিতার প্রয়োজন। যদি আমি কোনো কাজে আসি, যদি কোনোভাবে সাহায্য করতে পারি, সেটা দু্ই পক্ষের জন্যই ভালো।’

দীর্ঘদিনের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ওয়াকারের। সেই অভিজ্ঞতা থেকেই পেসারদের পাশাপাশি তিনি ব্যাটসম্যানদেরও সহযোগিতা করতে চান, ‘আমি ফাস্ট বোলার ও ব্যাটসম্যানদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। এই কাজের সঙ্গে আমি অনেক বছর ধরেই সম্পৃক্ত। এরকম লিগেও অনেক কাজ করেছি। কখন কী করতে হবে, সেটা আমি ভালো করেই জানি।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!