• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিসি ক্যামেরার আওতায় সদরঘাট লঞ্চ টার্মিনাল


নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০১৭, ০৮:২৭ পিএম
সিসি ক্যামেরার আওতায় সদরঘাট লঞ্চ টার্মিনাল

ঢাকা: নৌপথে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পুরো সদরঘাট ও চাঁদপুর লঞ্চ টার্মিনাল সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশপাশি বিআইডব্লিটিএ ও ঢাকা জেলা থেকে দুজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা নৌ বন্দরের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জয়নুল আবেদিন।

তিনি বলেন, নৌপথে যাত্রী চলাচল নির্বিঘ্নে রাখতে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে রেখেছি। যাত্রীদের নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩০০ ও নৌ পুলিশের ২০০ জন সদস্যের পাশাপাশি বিএনসিসি, আনসার ও রোভার রেঞ্জার সদস্যরা কাজ করছেন।

পুলিশ সদস্যরা ফুলবাড়িয়া থেকে সদরঘাট পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে কাজ করছেন।

এ বিষয়ে কোতায়ালি জোনের এসি বদরুল আলম বলেন, পুরো সদরঘাট নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। ছিনতাই ও ইভটিজিং রোধে আমাদের বিশেষ টিম কাজ করছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!