• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিয়ামের ‘হাজীর বিরিয়ানী’ নিয়ে সমালোচনার ঝড় (ভিডিও)


বিনোদন ডেস্ক অক্টোবর ১৫, ২০১৮, ০৩:২৭ পিএম
সিয়ামের ‘হাজীর বিরিয়ানী’ নিয়ে সমালোচনার ঝড় (ভিডিও)

‘দহন’ সিনেমায় সিয়াম

ঢাকা: ‘দহন’ সিনেমায়  সিয়ামের ‘হাজীর বিরিয়ানী’ গানটি নিয়ে বইছে সমালোচনার ঝড়। মুক্তির আগেই বেশ আলোচনায় উঠে এসেছে জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ ছবিটি। এতে অভিনয় করেছেন সিয়াম ও পূজা। টিজারের পর এবার গান প্রকাশ  হয়েছে ছবিটির। গানের শিরোনাম ‘হাজীর বিরিয়ানী’। এতে ছবির নায়ক সিয়ামকে নাচতে-গাইতে দেখা গেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন এবং এর র‍্যাপ অংশটুকু করেছেন নায়ক সিয়াম নিজেই। কিন্তু অনেকেই গানটির কথা ও অঙ্গভঙ্গি নিয়ে নিয়ে আপত্তি তুলেছেন।

জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন টু’ দিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মনে জায়গা করে নেন সিয়াম। বয়সে তরুণ হওয়ায় তরুণদের মাঝেও তার জনপ্রিয়তা বেশি। কিন্তু তাকে দিয়ে আপত্তিকর দৃশ্যে অভিনয় করানো কিংবা আপত্তিকর আচরণ করানো তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে অনেকে মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন গানটি পরিচালনার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। 

সোমবার ছবিটি ইউটিউবে প্রকাশ করার পর নায়িব হাসান নামে একজন মন্তব্য করেছেন, ‘বাবা, গাজা, মাল, মাতাল! তরুণ প্রজন্মকে ভালোই অনুপ্রেরণা দিচ্ছেন! সেন্সর বোর্ড থেকে এই কথাগুলো বাদ দেওয়া উচিত ।’

ইকরামুল ইসলাম লিখেছেন, ‘নেশা-মাদক নিয়ে গান না বানালে ভাল হতো। পরিবার নিয়ে এই গান উপভোগ করার মত না। বিশেষ করে ছোটদের সামনে এই গান শোনার মতো না।’

এম এন মুন্নি লিখেছেন, 'সিয়ামের অভিনয় খুব ভালো ছিলো, গানটাও ভালো ছিলো কিন্তু গানের কথাগুলো খুব বাজে ছিল, মনে হয় চলচ্চিত্রের কাহিনীর উপর নির্ভর করে এধরনের গান।'

সাফায়েত বলেছেন, ‘গানের কথাগুলোর কোন আগামাথা নেই।’ এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও গানটি ঘিরে চলছে তর্ক-বিতর্ক। কেউ কেউ এটাও বলেছেন, পুরান ঢাকার অন্যতম ঐতিহ্য হাজীর বিরিয়ানিকে এ গানে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। মনে হচ্ছে, মাতাল ছেলেদের কাছে এটি খুব জনপ্রিয়। যা অনেকটাই দৃষ্টিকটু।

ওবায়েদ নামে একজন লিখেছেন, জাজ যদি অনুমতি ছাড়া হাজীর বিরিয়ানি ব্রান্ডটিকে ব্যবহার করে তাহলে উচিত হবে তাদের বিরুদ্ধে হাজী বিরিয়ানি কর্তৃপক্ষের মামলা করার। আর জাজ যদি মনে করে এটি বিনা পয়সায় হাজীর বিরিয়ানির প্রচারণা তাহলে ভুল। কারণ হাজীর বিরিয়ানিকে নতুন করে আর পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই।

কেউ কেউ আবার সিয়ামের পক্ষ নিয়েও বলছেন। তাদের মতে, এটি একটি সিনেমা। যেখানে অ্যাকশন, কমেডি, গান-বাজনা সবই থাকবে। সুতরাং ভিন্ন চোখে দেখার কোনো অবকাশ নেই।

ভিডিও ‘হাজীর বিরিয়ানী’

এসব বিষয়ে জানতে কথা হয় জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আব্দুল আজিজের সঙ্গে। তিনি বলেন, আপনি যখন ছবির গল্পটা হলে গিয়ে দেখবেন তখন আপনার কাছে আর খারাপ লাগবে না। ছবিতে সিয়ামের চরিত্রটাই এমন যার মধ্যে পরে পরিবর্তন আসে। আমাদের গল্পের সাথে এর মিল আছে।

তিনি আরও বলেন, গানের ভেতরে কোথাও হাজীর বিরিয়ানিকেও খারাপ বলা হয়নি। গানে দেখানো হয়েছে নায়ক বিরিয়ানি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে। আর বিরিয়ানির সঙ্গে মদ তো খেতেই পারে। আমার মনে হয়, হাজীর বিরিয়ানি কর্তৃপক্ষও এটিকে নেতিবাচকভাবে নেবে না। 

রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিতে আরও অভিনয় করেছেন পূজা চেরি ও মম। সবকিছু ঠিক থাকলে ছবিটি পাবে চলতি বছরের নভেম্বরে।


সোনালীনিউজ/বিএইচ
 

Wordbridge School
Link copied!