• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিয়েরা লিওনে ভূমিধসে নিহত ৪ শতাধিক


আন্তজাতিক ডেস্ক আগস্ট ১৬, ২০১৭, ১২:৪৬ পিএম
সিয়েরা লিওনে ভূমিধসে নিহত ৪ শতাধিক

ঢাকা: সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের শহরতলীতে পাহাড় ধসে চার শতাধিক মানুষের লাশ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা, এখনো ছয় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার (১৫ আগস্ট) দেশটির প্রধান ময়নাতদন্তকারী চিকিৎসক এ খবর জানিয়েছেন। মর্গে সবার লাশ রাখতে যেয়ে জায়গার অভাবে সমস্যায় পড়তে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

গত সোমবার ভোরে ভারি বৃষ্টিপাতের মধ্যে রিজেন্ট শহরে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে বহু ঘরবাড়ি চাপা পড়ে। এতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আফ্রিকার অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের ঘটনাটি ঘটে।

রিজেন্ট ও ফ্রি টাউনের আশপাশের অন্যান্য বন্যা কবলিত এলাকাগুলো থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমা। এ ছাড়াও তিনি ভুক্তভোগীদের জরুরী ত্রাণ সহায়তার আহবান জানিয়েছেন।

এতে সামরিক বাহিনীর সদস্য ও অন্যান্য উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবিতদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রাখতে পারবে বলে জানিয়েছেন তিনি।

মাটির নীচে চাপা পড়া ঘরগুলোতে অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত বিবিসি’র একজন প্রতিনিধি জানান, পাহাড় ধসের সময় চাপা পড়া বাড়িগুলোর বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।

দেশটির প্রধান ময়নাতদন্তকারী চিকিৎসক সেনেহ ডুমবুইয়া জানিয়েছেন, তল্লাশি অব্যাহত থাকায় আমরা এ পর্যন্ত প্রায় ৪০০ লাশ উদ্ধার করতে পেরেছি, তবে আমাদের ধারণা নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাবে।

এখনো আরো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে। এলাকাটিতে অনেক অবৈধ ভবন তোলা হয়েছিল বলে জানিয়েছেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট ভিক্টোর বকারি ফোহ। সূত্র: আল জাজিরা ও বিবিসি।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!