• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে নৈশকোচ উল্টে যাত্রী নিহত


সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি সেপ্টেম্বর ৯, ২০১৬, ০৭:১৪ পিএম
সীতাকুণ্ডে নৈশকোচ উল্টে যাত্রী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী নৈশকোচ উল্টে একজন নিহত ও কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলা সদরের হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস সীতাকুণ্ড হাসপাতালের সামনে পৌঁছলে বিপরীত দিকে যাওয়া ট্যাঙ্ক লরিকে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন যাত্রী মারা যায়।

খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার স্টেশন থেকে দুই ইউনিটের ৪টি গাড়ি গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের সীতাকুণ্ড স্বাস্থ কেন্দ্র এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!