• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীমান্ত ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু


বিশেষ প্রতিনিধি অক্টোবর ৯, ২০১৬, ০৩:১০ পিএম
সীমান্ত ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

বাণিজ্যিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত সীমান্ত ব্যাংক।

রোববার (৯ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির প্রধান শাখা অফিস উদ্বোধনের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু করলো ব্যাংকটি। অফিসের উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বিজিবির মহাপরিচালক বলেন, ‘সীমান্ত ব্যাংক দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করেই টিকে থাকবে। বিজিবি সদস্যদের নিয়ে এটি হবে জনগণের ব্যাংক। জনগণ যেমন বিজিবির সদস্যদের প্রতি আস্থা রাখে, সীমন্ত ব্যাংকও সেই আস্থা অর্জনের জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করবে। যা অন্য কোন বাণিজ্যিক ব্যাংক এখন পর্যন্ত গ্রহণ করেনি।’

সীমান্তে চোরাচালন কাজে জড়িতদের বিশেষ এসএমই ঋণ দিয়ে পুনর্বাসন করে তাদের অবৈধ কাজ থেকে ফিরিয়ে আনার জন্য ব্যাংকটি বিশেষ প্রকল্প নেবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সারা দেশে বিজিবির ৫০ হাজার সদস্য রয়েছে। তারা বাংলাদেশের সকল ব্যাংকের চেয়ে কম সুদে ঋণ নিতে পারবে সীমান্ত ব্যাংক থেকে। 

ব্যাংকটির প্রথম অ্যাকাউন্টধারী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় অ্যাকউন্টধারী হিসেবে রোববার (৯ অক্টোবর) চেক বই বুঝে নেন বিজিবির মহাপরিচালক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান। 

২০১৪ সালের ২০ ডিসেম্বর দরবার হলে বিজিবির সদস্যদের দাবিতে সীমান্ত ব্যাংক চালু করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সীমান্ত ব্যাংকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

রাজধানীর পিলখানার সীমান্ত স্কয়ারে (রাইফেলস স্কয়ার) ব্যাংকটির প্রধান শাখা কার্যালয়। সীমান্ত ব্যাংক নিয়ে বর্তমানে দেশি-বিদেশি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা দাঁড়াল ৫৭-তে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!