• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সীমান্ত ব্যাংকের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০১৭, ১১:৪১ এএম
সীমান্ত ব্যাংকের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা: সীমান্ত ব্যাংকের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তরে অবস্থিত ক্যাপ্টেন শহীদ আশরাফ হলে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ মেজর জেনারেল আবুল হোসেন, এনডিসি, পিএসসি, পি ইঞ্জ।
এ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ, এমপিএইচ, ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ চৌধুরী, এনডিসি, পিএসসি, কর্নেল মো. হাফিজুর রহমান, বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি, সহকারী পরিচালক মো. মাহবুবুর রশীদ ও ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমানসহ অন্যন্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা।

সভাপতির বক্ত্যব্যে ব্যাংকের চেয়ারম্যান বলেন, আমরা কাজ করছি দেশের সীমান্ত এলাকায় ব্যাংকের শাখা স্থাপন করে অত্র অঞ্চলে উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য। সীমান্ত এলাকায় কল্যাণমুখী ব্যাংকিং সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি সীমান্ত এলাকায় কর্মসংস্থান তৈরীর মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পেলে সীমান্তে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড ও চোরাচালান হ্রাস পাবে।

ব্যাংকের প্রধান নির্বাহী মুখলেসুর রহমান বলেন, ইন্টারনেটের মাধ্যমে গ্রাহক যেন ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারে সেই লক্ষ্যে আমরা ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করেছি। গ্রাহক যেন স্বাচ্ছন্দ্যে মোবাইল ফোনের এপ্লিকেশনের মাধ্যমে ব্যাংকিং সেবা পেতে পারেন সেই উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে ‘কানেক্ট’ এপ্লিকেশন উন্মুক্ত করেছি যা গুগুল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!