• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীমান্তে স্বর্ণ চোরাচালান বেড়েছে


বিশেষ প্রতিনিধি আগস্ট ১১, ২০১৮, ০২:০৯ পিএম
সীমান্তে স্বর্ণ চোরাচালান বেড়েছে

ঢাকা: যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান বেড়েছে। বিজিবি বলছে, এই অপতৎপরতা বন্ধে সতর্ক তারা। গত এক বছরে এই সীমান্তে ১৪শ স্বর্ণের বার জব্দ করা হয়েছে, আটক হয়েছেন অনেকে। তবে অভিযোগ উঠছে, ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন চোরাচালানের হোতারা।

বৃহস্পতিবার (৯ আগস্ট) শার্শার নারিকেল বাড়িয়া ও শুক্রবার (১০ আগস্ট) বেনাপোল জামে মসজিদ থেকে ৬৩৫টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি। প্রায় ৭৫ কেজি স্বর্ণের দুটি চালানের সঙ্গে আটক করা হয় মহিউদ্দিন, সফুরা খাতুন ও ইসরাফিল নামে তিনজনকে।

বিভিন্ন সূত্রের তথ্য বলছে, ভারতের বাজারে স্বর্ণের দাম বেশি হওয়ায় চোরাচালান উৎসাহিত হচ্ছে। যশোর সীমান্তকে স্বর্ণ পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারীরা।

আগে বেনাপোলের দক্ষিণভাগের পুটখালি, দৌলতপুর, ঘিবা ও গোগা পয়েন্ট দিয়ে স্বর্ণ পাচার হতো ভারতে। সম্প্রতি এই অংশ ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় এসেছে। ফলে পাচার বেড়েছে উত্তর অংশের শিকারপুর, রঘুনাথপুর ও কাশিপুর পয়েন্ট দিয়ে।

গত এক বছরে যশোর সীমান্তে স্বর্ণ পাচারে জড়িত অর্ধশত ব্যক্তি আটক হয়েছেন। তবে, এখনো ধরা পড়েনি কোনো চক্রের হোতা।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!