• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সু চি’র সম্মাননা বাতিল


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০১৭, ০১:৪২ পিএম
সু চি’র সম্মাননা বাতিল

ফাইল ছবি

ঢাকা: মিয়ানমারে বিতর্কীত নোবেল বিজয়ী স্টেট কনস্যুলার অং সান সু চি’কে দেয়া একটি পুরষ্কার বা সম্মাননা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ট্রেড ইউনিয়ন- ইউনিসন। গণতন্ত্রের দাবিতে সু চি যখন কারাগারে ছিলেন, তখন তাকে এ পুরস্কার দেয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সু চি’র  নেতৃত্বে দেশ থাকার পরেও রাখাইনে মানবিক সংকট উত্তরণে কোনো উদ্যোগ নিচ্ছেন না। বরং বিশ্ব নেতাদের মিথ্যাবাদী বানানো চেষ্টা করছেন। 

এমন এক সময় এই ঘোষণা এল যখন কিনা বেশকিছু ব্রিটিশ প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে যে, গণতন্ত্রের দাবিতে আন্দোলনের সময় সু চিকে দেয়া পুরস্কার ও সম্মান পুনর্বিবেচনার কথা ভাবছে তারা।

দেশটির দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন-ইউনিসন সু চিকে দেয়া সম্মানসূচক সদস্যপদ স্থগিত করার কথা জানিয়ে নির্যাতিত রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সক্রিয় ভূমিকা রাখতে অনুরোধ করেছে।

ইউনিসনের সভাপতি মার্গারেট ম্যাকি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানকে জানান, রোহিঙ্গারা যে পরিস্থিতি মোকাবেলা করছে সেটি আতঙ্কজনক। এ প্রেক্ষিতে আমরা অং সান সু চির সদস্যপদ স্থগিত করেছি। আমরা আশা করি তিনি আন্তর্জাতিক চাপে সাড়া দেবেন।

এদিকে, সু চিকে মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী আন্দোলনের সময় দেয়া সম্মানসূচক ডিগ্রি পুনর্বিবেচনার কথা জানিয়েছে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র জানান, জাতিসংঘ মিয়ানমারে ‘জাতিগত নিধনের’ কথা উল্লেখ করেছে। রোহিঙ্গা সংকটে সু চির ভূমিকায় আমরা হতাশ। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!