• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুইডেনে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা


নিউজ ডেস্ক জুন ১৬, ২০১৭, ০৯:৩৩ এএম
সুইডেনে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা

ঢাকা: তিন দিনের দ্বিপাক্ষিক সফরে এখন সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন লফভ্যানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি।

বৈঠকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাংলাদেশ-সুইডেন একযোগে কাজ করবে বলে ঐক্যমতে পৌঁছেছে দেশ দুটি। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, বিনিয়োগ ও উন্নয়নেও পারস্পারিক সহযোগিতা নিয়েই দ্বিপাক্ষিক সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় ঢাকা-স্টকহোম।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান- দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফ্যান লফভ্যান। এই সফরের মধ্য দিয়ে সুইডেন-বাংলাদেশ সম্পর্কে নতুন দ্বার উন্মোচিত হলো।

বৈঠকে, প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে প্রধানমন্ত্রী দিনের শুরুতেই যান সুইডেন এর পার্লামেন্ট ভবনে। সেখানে পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিল স্ট্রম এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সুইডেনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধান হিসেবে সেখানে সফর করছেন প্রধানমন্ত্রী।  এর আগে, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার  পর তিনি লন্ডন থেকে স্টকহোমে পৌঁছান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!