• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুইডেনে প্রধানমন্ত্রীর সফরে বিএনপির বিক্ষোভ


সুইডেন প্রতিনিধি জুন ১৬, ২০১৭, ১২:২০ এএম
সুইডেনে প্রধানমন্ত্রীর সফরে বিএনপির বিক্ষোভ

সুইডেন: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক সফরে বর্তমানে সুইডেনের স্টকহোমে রয়েছেন। তার এ সফরের সময়ে সুইডেন বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সময় সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন করে। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সুইডেন, বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন জিন্টু, সুইডেন বিএনপির সভাপতি এমদাদ হোসেন কচি, সাধারণ সম্পাদক নাজমুল আবেদীন মোহন, বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক গনী সরকার, যুগ্ম-সম্পাদক মুস্তাক খান।

তিন দিনের দ্বিপক্ষীয় সফরে বুধবার (১৪ জুন) রাতে সুইডেনের স্টকহোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল অ্যাম্বাসেডর ককাস মোলিন, স্টকহোমে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার এবং ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত যোহান ফ্রিসেল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে সুইডিশ সশস্ত্রবাহিনী প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বাংলাদেশের কোনো সরকার অথবা রাষ্ট্রপ্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সুইডেন সফর।

সুইডেন সফরে তার ছোট বোন  শেখ রেহানা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। শেখ হাসিনা হোটেলে পৌঁছালে সেখানে অল-ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান। শেখ হাসিনা ৪৭ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলসহ উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ১৭ জুন প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।

সোনালীনিউজ/প্রতিনিধি/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!