• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুইডেনের রাজপ্রাসাদে ভূত!


ইন্টারন্যাশনাল ডেস্ক জানুয়ারি ৯, ২০১৭, ১২:০৬ পিএম
সুইডেনের রাজপ্রাসাদে ভূত!

ঢাকা: আমরা ভৌতিক সিনেমাগুলোতে দেখি পুরোন রাজপ্রাসাদগুলোতে ভূতের বসবাস। বিষয়টি সিনেমার হলেও এবার বাস্তবেও প্রমাণ মিলেছে। আর এমনটি ঘটেছে সুইডেনের রাজপ্রাসাদে। ওই প্রাসাদে ভূতদের সাথে বসবাস করেন রানী সিলভিয়া। এমনটি বলেছেন রানী নিজেই।

তিনি বলেছেন, এই প্রাসাদের 'ক্ষুদে বন্ধু' অর্থাৎ ভূতদের সাথেই তার বসবাস । এটা খুবই উত্তেজনাকর, তবে এতে ভয়ের কিছু নেই। একটি প্রামাণ্যচিত্রে দেয়া সাক্ষাতকারেই রানী প্রাসাদে ভূতের বসবাসের কথা বলেন। প্রামাণ্যচিত্রটি এসভিটি টিভিতে বৃহস্পতিবার দেখানো হবে।

প্রাসাদটি রাজধানীর স্টকহোমের কাছে। ১৭শ শতাব্দীতে নির্মিত ড্রটনিংহোলম প্রাসাদে রাজপরিবার বাস করেন। এটি হচ্ছে রানী সিলভিয়া এবং তার স্বামী রাজা ১৬শ কার্ল গুস্তাফ-এর স্থায়ী বাসভবন।

৭৩ বছর বয়স্ক রানী বলেন, আপনি এটা অনুভব করবেন যে প্রাসাদে আপনি পুরোপুরি একা নন। "তবে এই ভূতেরা খুবই বন্ধুসুলভ।" প্রাসাদটির ভেতরে অনেক শক্তির অস্তিত্ব অনুভব করা যায়।

প্রাসাদটি সারা বছরই দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে দক্ষিণ দিকের যে অংশে রাজপরিবারের সদস্যরা থাকেন - সেখানে দর্শকরা যেতে পারেন না। আর সেখানেই ভূতের বসবাস বলে ধারণা করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!