• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সুইপার বা রিকশাচালক ভাবলেই ধরা খাবেন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০১৭, ০৮:১৯ পিএম
সুইপার বা রিকশাচালক ভাবলেই ধরা খাবেন

ঢাকা: নিজেদেরকে কখনো ভিক্ষুক, অফিস পিয়ন, রিকশাচালক, রংমিস্ত্রী ও সুইপার পরিচয় দেয়। এরপর সহজ সরল ব্যক্তিকে টার্গেট করে একটি আসল রিয়াল দেখিয়ে এর মূল্যমান না জানার ভান করে। পরে আসল রিয়ালের অর্ধেক মূল্যে তারা ভিকটিমকে নোটটি দিয়ে নতুন করে সম্পর্ক তৈরী করে। 

তারা নিজেদেরকে সহজ সরল ও গরীব লোক পরিচয় দিয়ে তাদের কাছে থাকা রিয়াল ভাঙ্গানোর বিষয়ে অজ্ঞতার কথা জানায় এবং ভিকটিমকে প্রস্তাব দেয় পূর্বে লেনদেনকৃত হারে অর্থাৎ অর্ধেক মুল্যেই তারা বিনিময় করতে ইচ্ছুক। 

এভাবে ভিকটিম প্রয়োজনীয় বিনিময় মূল্য জোগাড় করলে তারা তাকে জাল রিয়াল দেয়ার জন্য একটি জায়গায় আসতে বলে। পরবর্তীতে ভিকটিমকে একটি কাপড়ে মোড়ানো ব্যাগে রিয়াল আছে এবং এর সামান্য একটু অংশ দেখিয়ে বলে তাদের কাছে যা ছিল তার সবটাই এখানে আছে। এভাবে তারা জাল রিয়াল ছড়িয়ে দেয়।

রাজধানীতে অভিনব পন্থায় সৌদী জাল রিয়াল ও কারেন্সী নোট ব্যবসায়ী এ চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-২।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর সরকারী শিশু হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো. লায়েক শেখ (৩৮), মো. রফিকুল ইসলাম (৩৫) ও মোঃ সুক্কুর আলী (৩৬)।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!