• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুইমিংপুলে দ্রুততম মানবী ডেনমার্কের ব্লুম


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৪, ২০১৬, ১১:৫১ এএম
সুইমিংপুলে দ্রুততম মানবী ডেনমার্কের ব্লুম

রিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদবের মুখ দেখল ডেনমার্ক। রোববার ফেভারিটদের পেছনে ফেলে ৫০ মিটার ফ্রিস্টাইলের এই পদক এসেছে পেনিল ব্লুমের হাত ধরে। পদক জিততে ব্লুম সময় নিয়েছেন ২৪.০৭ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের সিমোন ম্যানুয়েল পেয়েছেন রুপা। আর বেলারুশের আলিয়াক্সান্দ্রা হেরাসিমেনিয়া ঝুলিতে পুরেছেন ব্রোঞ্জ।

একই ইভেন্টে ২০১২ সালের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের রানোমি ক্রোমোভিজোয়ো এবার হয়েছেন ষষ্ঠ। তাছাড়া অস্ট্রেলিয়ার ক্যাম্পবেল বোনেরাও ব্যর্থ হয়েছেন। ৫০ আর ১০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রনটি হয়েছেন সপ্তম। ১০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক কেইট ক্যাম্পবেল পঞ্চম স্থানটি অলংকৃত করেছেন।

এর আগে ১৯৪৮ সালের পর প্রথম সাঁতার থেকে সোনার পদক জিতিয়েছেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!