• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুখকর হলো না মোস্তাফিজের ফেরা


ক্রীড়া ডেস্ক মে ২০, ২০১৮, ০৭:৫৫ পিএম
সুখকর হলো না মোস্তাফিজের ফেরা

ফাইল ছবি

ঢাকা: মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টানা ছয় ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু চরম দূর্ভাগ্যের শিকার হয়ে রোহিত শর্মারা জিততে পারে মাত্র একটি ম্যাচে। অবশ্য এর মধ্যে শেষ ওভারে, এমনকি শেষ বলে গিয়ে মুম্বাইকে হারতে হয়েছে সবগুলো ম্যাচই।

টানা হারতে থাকা মুম্বাই সপ্তম ম্যাচে গিয়ে একবারে দুটি পরিবর্তন নিয়ে আসে। মোস্তাফিজুরকে বসিয়ে নিয়ে আসে বেন কাটিংকে। অন্যদিকে কাইরণ পোলার্ডের জায়গায়  প্রথমবার সুযোগ পান জেপি ডুমিনি। জয়ও পায় মুম্বাই। তারপর আর উইনিং কম্বিনেশন ভাঙেনি দলটি।

গত ম্যাচে মুম্বাই ডুমিনিকে বসিয়ে পোলার্ডকে ফিরিয়ে আনেন। এসেই তিনি ফিফটি হাঁকান। সেটি দেখেই হয়তো রোববার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ফেরানো হলো মোস্তাফিজুরকে। প্রথম তিন ওভার মোটামুটি ভালোই বল করেছিলেন। শেষ ওভারে রানটা বেশি হওয়ায় তাঁকে চার ওভারে দিতে হলো ৩৪ রান। একটিও উইকেট পেলেন না। অবশ্য দিল্লির উইকেটই পড়েছে ৪টি। ক্রুণাল পাণ্ডিয়া ১১, জসপ্রীত বুমরাহ ২৯, মায়াঙ্ক মার্কাণ্ডে ২১ রান দিয়ে নিয়েছেন ১টি করে উইকেট।

দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৭৪ রান। ৪৪ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন ঋষভ পন্থ। ৩০ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন বিজয় শঙ্কর। এ প্রতিবেদন লেখার সময় ১২ ওভারে ৫ উইকেটে ৯৯ রান তুলেছে মুম্বাই।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!