• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুখী দেশের তালিকায় ৫ ধাপ পেছাল বাংলাদেশ


নিউজ ডেস্ক মার্চ ১৫, ২০১৮, ০১:০১ পিএম
সুখী দেশের তালিকায় ৫ ধাপ পেছাল বাংলাদেশ

ঢাকা : বিশ্বের সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ১১৫তম অবস্থানে বাংলাদেশ। বুধবার (১৪ মার্চ) জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক এডিএসএন-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছর বাংলাদেশ ছিল ১১০তম স্থানে।

২০ মার্চ বিশ্ব সুখী দিবসকে সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে স্থান পেয়েছে ১৫৬টি দেশ। তালিকা তৈরিতে বিবেচনা করা হয়েছে মাথাপিছু দেশজ উৎপাদন, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর জীবনযাত্রা, সামাজিক স্বাধীনতা, ভদ্রতা ও দুর্নীতির অনুপস্থিতি।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের আগে রয়েছে পাকিস্তান, ভুটান ও নেপাল। এক ধাপ পরেই শ্রীলঙ্কা। গতবার ১২২-এ থাকা ভারত এবার রয়েছে ১৩৩তম অবস্থানে। মিয়ানমার রয়েছে ১৩০ নম্বরে। তালিকার শীর্ষে ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্র ১৮তম স্থানে।

সোনালীনিউজ/জেডআরসি

Wordbridge School
Link copied!