• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা


সুনামগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০১৬, ০৩:৫২ পিএম
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বশির আহমদ (৩৩) নামের এক বাংলাদেশির পিটিয়ে হত্যা করেছে ভারতীয় কয়েকজন নাগরিক।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তাহিরপুর সীমান্তবর্তী ভারতের বড়ছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহত বশির আহমদের বাড়ি তাহিরপুর উপজেলার কলাগাঁও ইউনিয়নের শ্রীপুর গ্রামে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সোমবার সকাল ৮টায় সীমান্ত পার হয়ে বড়ছড়ায় পার্ক করা কয়লার একটি ট্রাক থেকে তেল চুরির সময় স্থানীয় লোকজন ওই যুবককে ধরে গণপিটুনি দেয় বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজিবি আরো জানা যায়, বশির আহমদ বড়ছড়া পয়েন্ট দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। বড়ছড়া এলাকায় একটি ট্রাকে তেল চুরির সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন তিনি। পরে ভারতীয়রা গণপিটুনি দেয় বশিরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ভারতের বড়ছড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে, লাশ ফেরত আনতে ভারত-বাংলাদেশ সীমান্তে পতাকা বৈঠক হয়েছে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!