• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সুন্দর শহর ম্যানচেস্টারে এ কী হলো’


ক্রীড়া ডেস্ক মে ২৩, ২০১৭, ০৪:১৭ পিএম
‘সুন্দর শহর ম্যানচেস্টারে এ কী হলো’

ঢাকা: ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর। সোমবার রাতে (২২ মে) এরিনা স্টেডিয়ামে বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন মারা গেছেন। তখন মার্কিন পপ গায়িকা আরিয়ানা কনসার্ট চলছিল। অনুষ্ঠান শেষের কয়েক মিনিটের মধ্যেই স্টেডিয়ামের প্রবেশদ্বারের কাছে বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় মর্মাহত ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।

শোকবার্তায় ভরে গিয়েছে টুইটার। ডেভিড বেকহ্যাম থেকে রিও ফার্ডিনান্দ, ভিসেন্ট কোম্পানি থেকে গ্যারি লিনেকার প্রত্যেকেই ম্যানচেষ্টার দূর্ঘটনায় মর্মাহত হয়েছেন। এরইমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড উয়েফার কাছে আবেদন জানিয়েছে যাতে ইউরোপা লিগের ফাইনালে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেওয়া হয় তাঁদের।

ম্যানসিটি টুইটারে লিখেছে, ‘এরিনায় এরকম একটা ঘটনায় আমরা সবাই মর্মাহত। প্রয়াত এবং আহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা।’ সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি লিখেছেন, ‘বিস্ফোরণে যারা মারা গেছেন তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। ম্যানচেস্টারের মতো অসাধারণ একটা শহরে এটা খারাপ দিন।’

ডেভিড বেকহ্যাম বলছেন,‘ ম্যানচেস্টারের খবরটা হৃদয়বিদারক৷একজন বাবা ও মানুষ হিসেবে আমি অত্যন্ত দুঃখিত৷এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি আমার সহানুভূতি রইল।’ ম্যান ইউয়ের আরেক সাবেক তারকা ফার্ডিনান্দ টুইটারে লিখেছেন, ‘ম্যানচেস্টারে কী ঘটেছে তা শুনেছি। আশা করবো বাকিরা সুস্থ রয়েছে।’ ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার বলেছেন, ‘সুন্দর শহর ম্যানচেস্টারে এ কী হলো! নিহতদের প্রতি আমার সমবেদনা রইল।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!