• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুন্দরবন ধ্বংস করতেই ভারতের রামপাল


নিজস্ব প্রতিবেদক জুলাই ৭, ২০১৭, ০৪:২৮ পিএম
সুন্দরবন ধ্বংস করতেই ভারতের রামপাল

ঢাকা: পরিকল্পিতভাবে সুন্দরবন ধ্বংস করতেই ভারত রামপাল প্রকল্প তৈরি করাচ্ছে- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত নিজেদের দেশে এ ধরনের প্রকল্প নির্মাণ করতে দেয় না।

শুক্রবার (৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদিন ফারুকসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রামপাল বিষয়ে ইউনেস্কো অনাপত্তি জানিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসনোটের বিষয়ে রিজভী বলেন, আমাদের দেশের যারা পরিবেশবিদ, বিজ্ঞানী রয়েছেন তারা কি জ্ঞানী নন? তারা কি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেননি? তাদের গবেষণার কী কোন ভিত্তি নেই? বিদেশি সংস্থা কী বলছে তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা রামপাল চাই না। যে যাই বলুক আমরা এই বিধ্বংসী প্রকল্পের বিরুদ্ধে।

তিনি বলেন, দুঃসময়েই মধ্যেই হিউম্যান রাইটস ওয়াচ গুম- খুন ও হত্যার প্রতিবেদন দিয়েছে। তারা যে তথ্য দিয়েছে প্রকৃত তথ্য আরও কঠিন। আওয়ামী লীগ নেতারা প্রশ্ন তুলেছে এ তথ্য কোথায় পেল? আমি বলবো দেশের খেটে খাওয়া মানুষ রিকশা, বাস, ট্রাক চালককে জিজ্ঞাস করলে এসব তথ্য পেয়ে যাবেন। আরও তথ্য পাওয়া যাবে, সালাউদ্দীন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, মীর কাশেম আলীর পরিবারকে জিজ্ঞাসা করলে।

স্বাধীনতা ফোরাম আয়োজিত এ মানববন্ধনে ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতুল্লাহর সভাপতিত্ব করেন। এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি ড. মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য রাখেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!