• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে কয়লাবোঝাই জাহাজ ডুবি


বাগেরহাট প্রতিনিধি এপ্রিল ১৫, ২০১৮, ০৫:৪৭ পিএম
সুন্দরবনে কয়লাবোঝাই জাহাজ ডুবি

বাগেরহাট: মোংলা বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনের হারবাড়িয়ায় এলাকায় একটি কার্গো জাহাজ ডুবে গেছে। রবিবার (১৫ এপ্রিল) ভোরে বন্দর চ্যানেলে ৭৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি নিলয়-২ নামে ওই লাইটার কার্গো জাহাজটি ডুবে যায়। 

ডুবে যাওয়া লাইটার জাহাজের মাস্টার আনিছুল হক জানান, সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় পশুর চ্যানেলে ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমভি গ্লাস বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে তারা ভোরে যশোরের নোয়াপাড়ার উদ্দেশে যাত্রা করেন। লাইটারটি কিছুদূর আসার পর ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় নৌযানে থাকা কর্মচারীরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হন।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যানেলে কয়লা নিয়ে লাইটার জাহাজ ডুবির ঘটনায় বন্দরের কার্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!