• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে টুরিস্ট লঞ্চে আগুন


বাগেরহাট প্রতিনিধি ডিসেম্বর ২, ২০১৬, ০৮:১৮ পিএম
সুন্দরবনে টুরিস্ট লঞ্চে আগুন

বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকায় টুরিস্ট লঞ্চ ‘পেলিকন-১’ এ আগুন লেগেছে। শুক্রবার (২ ডিসেম্বর) রাত ৭ টার দিকে সেখানে অবস্থানরত লঞ্চটিতে আগুন লাগার ঘটনা ঘটে। বন বিভাগের সহায়তায় লঞ্চটিতে থাকা পর্যটকরা নিরাপদে আছেন।

লঞ্চে অগ্নিকান্ডের খবর পেয়ে কোষ্টগার্ড, মংলা ফায়ার সার্ভিস ও মংলা বন্দর কতৃপর্ক্ষের ফায়ার ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজে রওনা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, সুন্দরবনে ভ্রমনরত লঞ্চ ‘পেলিকন-১’ হারবাড়িয়া এলাকায় অবস্থান করছিলো। এদিন রাত ৭ টার দিকে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। পরে সেখানে গিয়ে লঞ্চে অবস্থানরত ২৬ জন পর্যটককে উদ্ধার করে হারবাড়িয়া বন বিভাগের ক্যাম্পে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। লঞ্চটিতে এখনও আগুন জ্বলছে।

তিনি আরও জানান কোষ্টগার্ড, মংলা ফায়ার সার্ভিস ও মংলা বন্দর কতৃর্পক্ষের ফায়ার ইউনিটকে খবর দেয়া হয়েছে। দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়ার জন্য তারা রওনা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!