• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ গেল জেলের


সাতক্ষীরা প্রতিনিধি জানুয়ারি ১৩, ২০১৭, ০২:৫৬ পিএম
সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ গেল জেলের

সুন্দরবনে মাছ ধরতে যেয়ে মৃনাল বাগদী (৪৮) নামের এক জেলে বাঘের আক্রমণে নিহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের মৃত গউর বাগদীর ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে সুন্দরবনের ভারতীয় অংশের ঝোড়খালী অংশে। শুক্রবার পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা যায়নি। মৃনালের বোন ললিতা মন্ডলসহ পরিবারের সদস্যরা জানান, মনোহর বাগদী, কৃষ্ণপদসহ অপর তিন সহযোগীর সাথে দুইটি নৌকা নিয়ে সোমবার বনে প্রবেশ করে। কিন্তু বাংলাদেশী অংশে দস্যুদের তৎপরতা বেশি হওয়ায় তারা ৪ জনই ভারতীয় সুন্দরবনের ঝোড়খালী অংশে মাছ শিকার করছিল।

নিহতের পরিবারের সদস্যরা আরও জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তারা ৪ জন পাশাপাশি নৌকায় বসে কথা বলছিল। এসময় বনের ভেতর থেকে একটি বিশালাকৃতির বাঘ এসে মৃনালের উপর হামলে পড়ে। অন্যরা পানিতে পড়ে আত্মরক্ষা করলেও মৃনালকে বাঘ ধরে নিয়ে যায়। তারা আরও জানান, মৃনালকে বাঘ টানতে টানতে বনের ভেতর নিয়ে যায়।

এদিকে মৃনালের সহযোগী মনোহর বাগদি জানিয়েছেন, তারা সংখ্যায় কম থাকায় সহকর্মীকে উদ্ধারের জন্য তাৎক্ষণিকভাবে কোন ব্যবস্থা নিতে পারেননি। এ বিষয়ে কৈখালী স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তিনিও জেলেদের সূত্রে এমন তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!