• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে মুক্তিপণ দাবিতে ৫ জেলেকে অপহরণ


সাতক্ষীরা প্রতিনিধি মে ১৫, ২০১৭, ০৪:৫২ পিএম
সুন্দরবনে মুক্তিপণ দাবিতে ৫ জেলেকে অপহরণ

সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বড়ভাই বাহিনীর সদস্যরা।

সোমবার (১৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে ওই জেলেদের অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই বনদস্যু বাহিনী।
 
অপহৃত জেলেরা হলো- শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে মজিদ আলীর ছেলে করিম, টেংড়াখালী গ্রামের হোসেন গাজীর ছেলে বাসার গাজী, পার্শ্বেখালি গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর এবং একই গ্রামের আজগার সরদারের ছেলে সাঈদ সরদার ও আনিসুর শেখের ছেলে হোসেন শেখ।

অপহৃত জেলেদের বরাত দিয়ে পার্শ্বেখালি গ্রামের হযরত শেখের ছেলে শাহাজান জানায়, গত ১৩ মে (শনিবার) কৈখালি বন অফিস হতে (বই নং ৩৫৩২) ৪৬ নং পাস নিয়ে জেলেরা সুন্দরবনে মান্দারবাড়িয়া সংলগ্ন কয়লার দুনে এলাকায় মাছ ধরতে যায়। এসময় বড়ভাই বাহিনী অতর্কিত হামলা চালিয়ে জেলেদের জিম্মি করে এবং তাদের ব্যবহৃত ৩টি নৌকা, আহরিত মাছ ও জালসহ অন্যান্য জিনিসপত্র লুট করে।

এ বিষয়ে সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মাকসুদ আলম বলেন, জেলে অপহরণের বিষয় কেউ অভিযোগ করেনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!