• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুন্দরবনে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি


সাতক্ষীরা প্রতিনিধি নভেম্বর ২৮, ২০১৬, ০৫:২১ পিএম
সুন্দরবনে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

সাতক্ষীরা : পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের গহীনে বনদস্যু জোনাব বাহিনী ৪ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ৬ জেলেকে অপহরণ করেছে। সোমবার (২৮ নভেম্বর) সুন্দরবনে রায়মঙ্গল নদীর কচুখালী খাল থেকে জেলেদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ  ইউনিয়নে পার্শ্বেখালী গ্রামের আজম গাজীর ছেলে আজিবর  মড়গাঙ গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে রাশিদুল ও বিজয়ের ছেলে কিরণ ঈশ্বরীপুর ইউনিয়নে ধুমঘাট গ্রামের আজগরের ছেলে আতিয়ার এবং আশাশুনি থানার উজলপুর গ্রামের সুবহান মোল্লার ছেলে ফজলু ও গফুর ঢালীর ছেলে ছফেদ আলী।

সাতক্ষীরা সহকারী বনরক্ষক (এসিএফ) মাকসুদুল আলম বলেন, জেলে অপহরণের বিষয়ে কেউ অভিযোগ করেনি। অন্যদিকে, শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান এ বিষয়ে কিছু জানি না বলে জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!