• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরবনের ডাকাত মজনু ও ইলিয়াস বাহিনীর আত্মসমর্পণ


বাগেরহাট প্রতিনিধি জুলাই ১৫, ২০১৬, ০২:৪৭ পিএম
সুন্দরবনের ডাকাত মজনু ও ইলিয়াস বাহিনীর আত্মসমর্পণ

মাস্টার বাহিনীর পর বিপুল অস্ত্রসহ সুন্দরবনের কুখ্যাত আরো দুই ডাকাতদল মজনু ও ইলিয়াস বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেছে। শুক্রবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে তারা। র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৩১ মে সুন্দরবনের সবচেয়ে বড় ডাকাতদল মাস্টার বাহিনী ৫১টি অস্ত্র ও ৫ হাজার রাউন্ডের বেশি গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের অন্যান্য ডাকাত বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘অপরাধ জগৎ ছেড়ে ডাকাতরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সরকার তাদের সহায়তা করবে।’ এরই ধারাবাহিকতায় মজনু বাহিনী এবং ইলিয়াস বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করছে।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!