• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুন্দরবনের দুই জলদস্যু বাহিনীর আত্মসমর্পণ


পটুয়াখালী প্রতিনিধি এপ্রিল ২৯, ২০১৭, ১২:১১ পিএম
সুন্দরবনের দুই জলদস্যু বাহিনীর আত্মসমর্পণ

ফাইল ছবি

পটুয়াখালী: জেলায় সুন্দরবনের জলদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর প্রধানসহ ২৫ জন আত্মসমর্পণ করেছে। যমুনা টেলিভিশনের মধ্যস্থতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তারা আত্মসমর্পণ করেন।

শনিবার (২৯ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে র‌্যাব-৮ এর আয়োজনে দস্যু বাহিনী দুটির সদস্যরা আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে।

এসময় ৩১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং সর্বমোট ১ হাজার ১১০ রাউন্ড বিভিন্ন প্রকার গোলাবারুদ জমা দেন তারা।

আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে র‌্যাবের মহাপরিচালক মো. বেনেজীর আহমেদ এবং র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!