• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সুন্দরবনের দুশ’ ঘনফুট সুন্দরী কাঠ জব্দ


বাগেরহাট প্রতিনিধি জুন ২৩, ২০১৭, ১২:৩৩ পিএম
সুন্দরবনের দুশ’ ঘনফুট সুন্দরী কাঠ জব্দ

বাগেরহাট: জেলার মংলার মামার ঘাট এলাকা থেকে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ ২০০ ঘনফুট সুন্দরী গাছ জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে পৌর শহরের মামার ঘাট সংলগ্ন দুটি কাঠের আড়তে অভিযান চালিয়ে এ চোরাই সুন্দরী কাঠ জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদীজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই স্টেশন অফিসার মো. নুরুজ্জামান বনপ্রহরীদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মামার ঘাট সংলগ্ন দুইটি কাঠের আড়তে অভিযান চালায়। এ সময় ওই দুই গোলা থেকে প্রায় ২০০ ঘনফুট আয়তনের ৮০ মণ সুন্দরী গাছের জ্বালানী কাঠ জব্দ করা হয়।

জব্দ জ্বালানী কাঠের মূল্য আনুমানিক প্রায় ৩২ হাজার টাকা বলে জানায় সুন্দরবন বিভাগ। সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী গাছ কিভাবে বন বিভাগের চোখ ফাকি দিয়ে কেটে পাচার করা হয়েছে এবং কারা এর সাথে জড়িত তাদের খুজে বের করতে কাজ শুরু করেছে সুন্দরবন বিভাগ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!