• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুপার ওভারে জিতল মুম্বাই ইন্ডিয়ান্স


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৩০, ২০১৭, ০৯:০৯ এএম
সুপার ওভারে জিতল মুম্বাই ইন্ডিয়ান্স

ঢাকা: এবারের আইপিএল প্রথমবার সুপার ওভার দেখল। আর তাতে ম্যাচ জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ের জন্য মুম্বাইয়ের শেষ বলে দরকার ছিল মাত্র এক রান। কিন্তু ক্রুনাল পাণ্ডের রানআউট তাদের লড়াই শেষ করে দেয়। সুপার ওভার ছাড়া কোনও উপায় ছিল না।

সুপার ওভারে জসপ্রীত বুমরাহ দুরন্ত বোলিং করেন। তার এই বোলিংয়ে দাপটে মুম্বাইয়ের ১১ রানই টপকাতে পারেনি সুরেশ রায়নার গুজরাট লায়ন্স। তারা স্কোরবোর্ডে ছয় রানের বেশি তুলতে পারেনি।

এদিন আগে ব্যাট করে গুজরাট ৯ উইকেটে তোলে ১৫৩ রান। ঈশান কিষাণের ৪৮ রানের ইনিংস এবং মিডল অর্ডারে রবীন্দ্র জাডেজা ও জেমস ফকনারের ৪৩ রানের জুটিই এই ইনিংসের ভিত গড়ে দেয়। ক্রুনাল পাণ্ডে ১৪ রানে তিনটি ও বুমরাহ ৩৩ রানে তুলে নেন দুটি উইকেট। স্লগ ওবারে অ্যান্ড্রু টাইয়ের ১২ বলে ২৫ রান গুজরাটকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেয়।

১৫৩ রান তাড়া করতে নেমে ওপেনার পার্থিব প্যাটেল (৪৪ বলে ৭০ রান) ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি। নীতীশ রানা (১৯), কায়রন পোলার্ড (১৫) ও ক্রুনাল (২৯) দুই অঙ্কের ঘরে পৌঁছান।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!