• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুপ্রিম কোর্ট প্রশাসনে ৬ কর্মকর্তা নিয়োগ


আদালত প্রতিবেদক অক্টোবর ২২, ২০১৭, ০৮:২১ পিএম
সুপ্রিম কোর্ট প্রশাসনে ৬ কর্মকর্তা নিয়োগ

ঢাকা: সুপ্রিম কোর্ট প্রশাসনের ১০ শীর্ষ কর্মকর্তাকে বদলির পর নতুন করে ৬ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ অক্টোবর) প্রধান বিচারপতির ইচ্ছাপত্র অনুযায়ী তাদেরকে নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

নিয়োগ পাওয়া ছয় কর্মকর্তা হলেন- নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমানকে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার, ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুল আলমকে আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুহুল আমিনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, মুন্সীগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমাকে হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার এবং চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবদুর রহমানকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!