• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপ্রিমকোর্টের আইনজীবীকে হত্যার হুমকি


আদালত প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০১৬, ০৫:৪১ পিএম
সুপ্রিমকোর্টের আইনজীবীকে হত্যার হুমকি

ঢাকা : সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনুকে ডিবি পরিচয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে সুপ্রিমকোর্টের মাজার গেট এলাকায় দুজন মটরসাইকেল আরোহী ডিবি পরিচয়ে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই আইনজীবী।

জিডি সূত্রে জানা যায়, তার মায়ের ব্যক্তিগত ফোনেও হত্যার হুমকি দেয়া হয়।

জিডিতে এই আইনজীবী উল্লেখ করেন, আমি বেশ কিছু জনস্বার্থে মামলা করেছি। কিছু মামলার বাদিও হয়েছি। শনিবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে ব্যাডমিন্টন খেলা শেষে সুপ্রিমকোর্টের মাজার গেট দিয়ে রিকশা যোগে বের হওয়ার সময় দুজন মটরসাইকেল আরোহী তার রিকশার গতিরোধ করে হত্যার হুমকি দেয়। এসময় তিনি চিৎকার করলে মটরসাইকেল আরোহীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।

তিনি আরো উল্লেখ করেন, বিভিন্ন সময় একটি সন্ত্রাসী চক্র তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। বিষয়টি জানাতে পুলিশের মহাপরিদর্শক র‌্যাবের মহাপরিচালক, ঢাকা পুলিশের কমিশনারসহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জিডির অনুলিপি দেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!