• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুযোগ কাজে লাগাতে ব্যর্থ আশরাফুল


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০১৮, ০৮:৫৪ পিএম
সুযোগ কাজে লাগাতে ব্যর্থ আশরাফুল

ঢাকা: ম্যাচটিকে বলা হচ্ছিল মোহাম্মদ আশরাফুলের ফেরার মঞ্চের প্রাথমিক ধাপ। নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনও দলে এই প্রথমবার খেলতে নামলেন। কিন্তু আশরাফুল সুযোগ কাজে লাগাতে পারলেন কোথায়? ১০ বল খেলে সংগ্রহ করতে পেরেছেন মোটে ১ রান।

তৃতীয় দিনের খেলা শেষে আশরাফুলের লাল দলের সংগ্রহ ৪ উইকেটে ১৬৩ রান। মার্শাল  আইয়ুব অপরাজিত আছেন ৬৩ রানে। ৮২ বলে খেলা তার এই ইনিংসে ছিল নয়টি চার। ১৫ রানে অপরাজিত আছেন আফিফ হোসেন।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১ উইকেট ৪৬ রান নিয়ে দিন শুরু করে লাল দল। শুরুতেই আল আমিন জুনিয়রকে ফিরিয়ে দেন বিসিবি সবুজ দলের পেসার খালেদ আহমেদ। তৃতীয় উইকেটে ৭১ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সৌম্য ও মার্শাল। পঞ্চাশের পথে থাকা সৌম্যকে ফিরিয়ে জুটি ভাঙেন এবাদত হোসেন।

 ১০২ বলে খেলা সৌম্যর ৪৮ রানের ইনিংসে ছিল ছয়টি চার। দারুন এক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন আশরাফুল। মাত্র ১ রান করে তাইজুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। তাইজুল ২ উইকেট নেন ২৬ রানে।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!