• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সুযোগ পেলে সেরাটাই দেবো’


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২৭, ২০১৬, ১১:১৩ এএম
‘সুযোগ পেলে সেরাটাই দেবো’

চট্টগ্রাম টেস্টে লড়াই করেও নিরাশ বাংলাদেশ। জয়ের ঠিক কাছে গিয়ে হাত ফসকে যায় সুযোগটি। মিশন এবার ঢাকা টেস্ট। অতীত ভুলে সবার দৃষ্টিও এখন সে দিকে। আগামী ২৮ অক্টোবর মিরপুর স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় এই টেস্ট ম্যাচটি। বন্দর নগরী থেকে ফিরে মিরপুরে চলছে দু’দলের প্রস্তুতি। গতকালই প্রথম মাঠের অনুশীলনে নামলেন টাইগাররা। ইতিমধ্যে এই টেস্টকে ঘিরে পনের সদস্যের জাতীয় দলও ঘোষনা করা হয়। সেখানে ব্যাটসম্যানদের বেশি গুরুত্ব দেয়া হয়। নয়জন ব্যাটসম্যানকে রাখা হয়েছে দলে। পাশাপাশি স্পিনেও গুরুত্ব দেয়া হয়েছে। এই দলে রাখা হয়েছে আরেক তরুন পেস বোলার শুভাশিষ রায়কে। তবে শফিউলের পরিবর্তে তাকে দলভুক্ত করা হলেও একাদশের সুযোগ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ তার প্রতিদন্দ্বি হিসাবে নিশ্বাস ফেলছেন আরেক তরুন পেসার রাব্বি। তবে কন্ডিশনের ওপর নির্ভর করছে শুভাশিষের অভিষেকের বিষয়টা। 

সেটা না হয় পরের বিষয়। তার আগে স্বপ্ন দেখতে দোষের নয়। গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করতে এসে সেই স্বপ্নের কথাই শোনালেন শুভাশিষ রায়। তিনি বলেন, ‘জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়ে আমি রোমাঞ্চিত। জাতীয় লিগে ভালো করার পর অপেক্ষায় ছিলাম জাতীয় দলে ডাক পেতে পারি। পেলামও...। অন্য রকম অনুভূতি লাগছে। জাতীয় দলে সুযোগ পাওয়াটা সত্যিই অনেক বড় ব্যাপার।’  

শুভাশীষ আরও বললেন, ‘প্রত্যেক ক্রিকেটার চেষ্টা করে নিজের সেরাটা দেওয়ার। সবাই পরিশ্রম করে সাফল্য পেতে। আমিও তাই করবো, ভাগ্য ভালো হলে সফল হবো, না হলে ব্যর্থ। তবে আমি আমার শতভাগ দিয়েই চেষ্টা করবো। মনে রাখার মতো কিছু করতে চাইব।’

মাশরাফি আমার আদর্শ : মাশরাফি বিন মর্তুজা সব পেসারের আদর্শ। বাংলাদেশের সেরা এই পেসারের কাছ থেকেই শুভাশীষ শিখছেন। মাশরাফির খেলা আবেগটা নাড়া দেয় শুভাশীষের। মাশরাফির অনুপ্রেরণাকে মাঠে কাজে লাগাতে চান শুভাশীষ।

তিনি বলেন, মাশরাফ ভাই সবার কাছে আইডল। আমি তার সঙ্গে ২০১০ সালে আবাহনীর হয়ে খেলছি। পেসারদের উৎসাহ দিতে তার ভূমিকা অনেক। তিনি মানুষ হিসেবেও অসাধারণ। সত্যি কথা বলতে, তাকে দেখেই শেখার চেষ্টা করছি। তিনি নিজেও অনেকবার ইনজুরিতে পড়ে ফিরে এসেছেন। উনার সঙ্গে মাঝে মাঝে কথা হয়। সব সময়ই ভালো ভালো পরামর্শ দেন-এভাবে এভাবে বোলিং করবি। এটা করলে ভালো হবে।’ 

ওয়ালশ শিখালেন রিভার্স সুইং, ইনসুইং : ওয়ালশ এসেছেন খুব বেশি দিন হয়নি। এত কম সময়ে শেখানো খুব কঠিন। তারপরও এই কয়েকদিনে আমাকে বেশি কিছু ডেলিভারি সম্পর্কে আইডিয়া দিয়েছেন কোচ। রিভার্স সুইং, ইনসুইং; কিছু কার্টার-স্লোয়ার, জায়গায় কিভাবে টানা বল কারা যায়-সেই সব অনেক তথ্য দিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!