• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘সুলতান’-এ মাতোয়ারা দর্শক, প্রচার ছাড়াই হাউজফুল


এন ডি আকাশ জুলাই ২২, ২০১৮, ০২:১৫ পিএম
‘সুলতান’-এ মাতোয়ারা দর্শক, প্রচার ছাড়াই হাউজফুল

 ‘সুলতান দ্য সেভিয়ার’ সিনেমায় নায়ক জিৎ- বিদ্য সিনহা মিম

ঢাকা: ভারতের পর এবার ‘সুলতান’-এ মাতোয়ারা বাংলাদেশের দর্শক, প্রচার ছাড়াই হাউসফুল যাচ্ছে প্রায় শো। ২০ জুলাই দেশের ১১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিন থেকেই ছবিটি হাউস ফুল যাচ্ছে। খবর নিয়ে জানা গেছে দেশের বিভিন্নহলে সিনেমাটি দর্শক দেখতে ভীড় করছে। যশোরের মণিহার সিনেমার ম্যানেজার আলি আকবর শনিবার ২১ জুলাই সোনালীনিউজকে বলেন, স্পেশাল শো তো হাউজ ফুল ছিল, শুক্র-শনিবার প্রায় শো হাইজ ফুল গেছে। আমাদের ধারনা পওরো সপ্তাহ ভালো যাবে।

প্রায় একই কথা বলেছেন ঢাকার মধুমিতার ম্যানেজার রেজাউল করিম। তিনি বলেন, প্রায় শো ছিল হাউজ ফুল। কোন রকম প্রচার ছাড়া এবং এতো রোদের মধ্যেও দর্শক সিনেমাটি দেখছে। ভালো যাচ্ছে এক কথায়।

এদিকে, পুরম সিনেমা হলে প্রথম দুই শো হাউজ ফুল গেছে দাবি করে বুকিং এজেন্ট সাজ্জাদ বলেন, দর্শক ভাল ছবি দেখতে চায়। ভাল ছবি পেলে দর্শক আসবে ‘সুলতান’ সেটার প্রমাণ। আশা করছি পুরো সপ্তাহটা মোটামুটি ভালই যাবে।

কথা হয় যশোরের মনিহার সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে তারাও জানিয়েছেন শুক্রবার মোটামুটি গেছে। আজও তাই। আশা করছেন সপ্তাহটা এভাবেই যাবে। একই আশাবাদের কথা জানিয়েছেন, চম্পাকলি, সাভারের চন্দ্রিমা, বলাকা সিনেকমপ্লেক্স থেকে।

অভিসার, বলাকা সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। তাদের লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখো গেছে। কোথায় আবার টিকিট না পেয়ে হতাশায় বেশি দামে কালোবাজারির কাছ থেকে টিকিট কিনতে দেখা গেছে। এমনকি অনেক দর্শককে টিকিট না পেয়ে ফেরত যেতেও দেখা গেছে।

সুপারস্টার জিৎ ও বাংলাদেশের মিম অভিনীত সিনেমা সুলতান: দ্যা সেভিয়র কলকাতার নির্মাতা রাজা চন্দ সিনেমাটি নির্মাণ করেছেন। এ ছবিটি গত ঈদে মুক্তি পায় ওপার বাংলায়। সাফটা চুক্তির আওতায় জাজ মাল্টিমিডিয়া পরিবেশনায় ছবিটি মুক্তি পায়। 

টালিউডের এ ছবিতে জিৎ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন- প্রিয়াঙ্কা সরকার, আমান রেজা, তাসকিন রহমান প্রমুখ। জিৎস ফিল্মস ওয়ার্কস ও সুরিন্দরস ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে।

 ‘সুলতান দ্য সেভিয়ার’ সিনেমায় নায়ক জিৎ- বিদ্য সিনহা মিম

যে সব হলে চলবে ‘সুলতান দ্য সেভিয়ার’  

১। ব্লকবাস্টার সিনেমাস - যমুনা ফিউচার পার্ক  ২। মধুমিতা সিনেমা - ঢাকা ৩। বলাকা সিনেওয়ার্ল্ড – ঢাকা  ৪। অভিসার সিনেমা - ঢাকা ৫। রাজমনি সিনেমা - ঢাকা ৬। চিত্রামহল সিনেমা - ঢাকা ৭। বি,জি,বি সিনেমা - ঢাকা ৮। মুক্তি সিনেমা - ঢাকা ৯। এশিয়া সিনেমা - ঢাকা ১০। আনন্দ সিনেমা - ঢাকা ১১। সেনা সিনেমা - ঢাকা ক্যান্টনমেন্ট ১২। গীত সিনেমা - ঢাকা ১৩। চম্পাকলি সিনেমা - টঞ্জি ১৪। বর্ষা  সিনেমা - জয়দেবপুর 

১৫। চন্দ্রিমা সিনেমা - শ্রীপুর ১৬। মতিমহল সিনেমা  - ডেমরা ১৭। পূনম সিনেমা  - রায়েরবাগ  ১৮। চাদমহল সিনেমা – কাচপুর  ১৯। নিউ মেট্রো সিনেমা  - নারায়নগঞ্জ ২০। পান্না  সিনেমা -মুক্তারপুর  ২১। ঝংকার  সিনেমা - পাচদোনা ২২। মনিহার  সিনেমা - যশোর ২৩। আলমাস সিনেমা - চট্টগ্রাম ২৪। নন্দিতা সিনেমা - সিলেট ২৫। শংখ  সিনেমা  - খুলনা ২৬। চিত্রালী  সিনেমা  - খুলনা ২৭। ছায়াবানী সিনেমা  - ময়মনসিংহ  ২৮। উপহার  সিনেমা  - রাজশাহী  ২৯। রূপকথা  সিনেমা - পাবনা ৩০। সনিয়া  সিনেমা - বগুড়া 


৩১। অভিরুচি সিনেমা - বরিশাল ৩২।শাপলা সিনেমা - রংপুর ৩৩। মমতাজ সিনেমা - সিরাজগঞ্জ  ৩৪। নিউ রজনীগন্ধা সিনেমা - চালা ৩৫। গৌরী  সিনেমা - শাহজাদপুর ৩৬।মর্ডান সিনেমা - দিনাজপুর  ৩৭। তামান্না সিনেমা  - সৈয়দপুর ৩৮। রুপকথা  সিনেমা - শেরপুর ৩৯। মনোয়ার সিনেমা - জামালপুর  ৪০।হীরামন সিনেমা - নেত্রকোনা  ৪১। মানসী সিনেমা - কিশোরগঞ্জ ৪২। মধুমতি সিনেমা- ভৈরব  ৪৩। আনন্দ সিনেমা - কুলিয়ারচর ৪৪। রুনা সিনেমা - চালাকচর ৪৫। মুন সিনেমা - মুক্তাগাছা  ৪৬। মনিকা সিনেমা - শায়েস্তানগঞ্জ ৪৭। ভিক্টোরিয়া সিনেমা - শ্রীমঙ্গল ৪৮। লিলি সিনেমা - কুলাউড়া  ৪৯। কেয়া সিনেমা- টাংগাইল ৫০। রাজিয়া সিনেমা- নাগরপুর

৫১। রেনেসা সিনেমা - সখিপুর ৫২। কানন সিনেমা - সাগরদিঘী ৫৩। শিকতা সিনেমা - ধুনট ৫৪। হীরক সিনেমা - গোবিন্দগঞ্জ  ৫৫। অবকাশ সিনেমা – ফুলবাড়ি ৫৬। অবসর সিনেমা – ভোলা ৫৭। অবসর সিনেমা – বিরামপুর ৫৮। বৈশাখী সিনেমা – বাউফল ৫৯। বলাকা সিনেমা  – ঠাকুরগাঁও  ৬০। বনলতা সিনেমা – ফরিদপুর ৬১। বনানী সিনেমা – কুষ্টিয়া ৬২। বিলাস সিনেমা- সাভার ৬৩। চলন্তিকা সিনেমা – গোপালদী ৬৪। ছন্দা সিনেমা – পটিয়া ৬৫। দুলাল সিনেমা – ফেনি ৬৬। ফিরোজমহল সিনেমা – পাগলা,ঢাকা ৬৭। গ্যারিশন সিনেমা – কুমিল্লা ক্যান্টনমেন্ট ৬৮।হ্যাপি সিনেমা – লক্ষীপুর ৬৯। ঝংকার সিনেমা – বক্সীগঞ্জ ৭০। ঝর্না সিনেমা – দাউদকান্দি


৭১। জোনাকী সিনেমা- কলারোয়া ৭২। কথাচিত্র সিনেমা – কটিয়াদী ৭৩। কোহিনূর সিনেমা – চাঁদপুর  ৭৪। কল্লোল সিনেমা – মধুপুর  ৭৫। লাল মনি সিনেমা – লালমোহন  ৭৬। লক্ষ্মী সিনেমা – শ্যামনগর ৭৭। মেহেরপুর সিনেমা – মেহেরপুর ৭৮। মধুছন্দা সিনেমা – মধুখালি ৭৯। মোহনা সিনেমা – কোনাবাড়ী ৮০। মম-ইন সিনেমা – বগুড়া ৮১। মুন সিনেমা- হোমনা ৮২। মৌচাক সিনেমা – ভাঙ্গুরা ৮৩। নিউ- গুলশান সিনেমা – জিঞ্জিরা,ঢাকা ৮৪ পদ্মা সিনেমা – শিবগঞ্জ ৮৫। পালকি সিনেমা – চান্দিনা ৮৬। পান্না সিনেমা – চুয়াডাঙ্গা ৮৭। পরশী সিনেমা – লাকসাম  ৮৮। পৃথিবী সিনে – জয়পুরহাট ৮৯। প্রিয়া সিনেমা- ঝিনাইদহ ৯০। প্রতিভা সিনেমা – রাজইর

৯১। পূরবী সিনেমা- ঢাকা ৯২।পূর্বাষা সিনেমা – সান্তাহার ৯৩। পুর্বাষা সিনেমা – মাগুরা ৯৪।রাজমনি সিনেমা – বোরহানুদ্দিন ৯৫। রুপালী সিনেমা – কুমিল্লা ৯৬। সঙ্গীতা সিনেমা – সাতক্ষিরা  ৯৭। শাপলা সিনেমা- শ্রীপুর ৯৮। তাজ সিনেমা – গাইবান্ধা  ৯৯। তিতাস সিনেমা – পটুয়াখালী  ১০০।    আলমডাঙ্গা -    আলমডাঙ্গা  ১০১। অনামিকা -পিরোজপুর  ১০২। আনন্দ -তানোর ১০৩। আয়না  -আক্কেলপুর  ১০৪ বাবু -    কিশোরগঞ্জ  ১০৫ বৈশাখী -    বাউফল  ১০৬ ছন্দা -কালীগঞ্জ  ১০৭    দিনান্ত -কেশরহাট  ১০৮    গ্যারিসন -দয়ারামপুর  ১০৯ জনতা -জলঢাকা  ১১০    লাইট হাউজ-     পারুলিয়া  ১১১ মমতাজ মহল- নীলফামারী  ১১২ নসীব -সাপাহার  ১১৩ রাজু -    ঈশ্বরদী  ১১৪ রংধনু -নজিপুর  ১১৫ শাহিন -বল্লাবাজার  ১১৬    সোনালী -ঘোড়াঘাট  ১১৭    সনি -ইসলামপুর  ১১৮উল্লাস -বীরগঞ্জ।


সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!