• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেই বন্য হাতিটি উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ


সিরাজগঞ্জ প্রতিনিধি জুলাই ২২, ২০১৬, ১১:০৬ এএম
সেই বন্য হাতিটি উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ

শিগগিরই ভারতের আসাম থেকে বানের জলে ভেসে আসা হাতিটি উদ্ধারের সম্ভাবনা কম। তাই আপাতত চরাঞ্চলেই এ বন্য প্রাণীটিকে টিকিয়ে রাখার ব্যবস্থা নিচ্ছে বনবিভাগ।

হাতিটি উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখতে সিরাজগঞ্জের ছিন্নারচড়ে এসে এ কথা জানায়, বনবিভাগের প্রতিনিধি দল।

তারা জানায়, এখন ভারতের প্রতিনিধি আসার অপেক্ষায় সবাই। এদিকে, কিছুক্ষণ পরপরই অবস্থান পাল্টাচ্ছে হাতিটি। তাই খেতের ফসল ও স্থানীয়দের নিরাপত্তার  বিষয়টিও ভাবাচ্ছে বনবিভাগকে।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!