• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরি করে নিঃসঙ্গ শেরপা হয়ে লড়ছেন মুশফিক


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০১৭, ১১:৩৫ এএম
সেঞ্চুরি করে নিঃসঙ্গ শেরপা হয়ে লড়ছেন মুশফিক

ঢাকা: নিঃসঙ্গ শেরপার মত একাই লড়ে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। এরই মধ্যে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। আগের দিন বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে তিন হাজার রানের এলিট ক্লাবে ঢুকে পড়েন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক ২৪৩ বলে ১৩ চার আর এক ছক্কায় ১০২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৫৪ রান।

চতুর্থ দিন শুরুর প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে সরাসরি বোল্ড হয়ে  যান মেহেদি হাসান মিরাজ। আগের দিনের ৫১ রানের সঙ্গে এদিন আর কোনও রানই যোগ করতে পারেননি।

মিরাজকে বিদায় করার পর তাইজুল ইসলামের বিপক্ষেও জোরালো এলবিডব্লিউয়ের আবেদন করেছিলেন ভুবনেশ্বর। আম্পায়ার তার আবেদনে সাড়া না দিলে রিভিউ চান বিরাট কোহলি। তাতেও বেঁচে যান। কিন্তু বেঁচে গিয়ে নিজের ইনিংসটাকে টানতে তাইজুল। উমেশ যাদবের করা ১১৪ তম ওভারের পঞ্চম বলে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। রান করতে পেরেছেন ৩৮ বলে ১০।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!