• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সেনা মোতায়েনের পরিস্থিতি সৃষ্টি হয়নি: জাবেদ আলী


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০১৬, ০৮:৫৮ পিএম
সেনা মোতায়েনের পরিস্থিতি সৃষ্টি হয়নি: জাবেদ আলী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তবে প্রয়োজন হলে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।

বুধবার (৭ ডিসেম্বর) বেলা ১১টা থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় ইসি জাবেদ আলী বলেন, সিটি নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে আমাদের র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে। শুধু ভোটকেন্দ্রে নয়, কেন্দ্রের বাইরেও পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। এ ছাড়া সাতজন মেয়র প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। আর পর্দাঘেরা বুথে শুধু ভোটাররাই যাবেন, অন্য কোনো লোক থাকতে দেয়া হবে না।

তিনি আরো বলেন, আমরা নির্বাচনের ব্যাপারে সবদিক থেকে স্বচ্ছ রয়েছি। আশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখন পর্যন্ত আমরা তেমন কোনো ধরনের অভিযোগ পাইনি। প্রার্থীদের কোনো অভিযোগ পেলেও পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এ সময় ইসি জাবেদ আলী সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!