• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেপ্টেম্বরে দুটি নিম্নচাপের পূর্বাভাস


সোনালীনিউজ ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০১৬, ১২:১১ পিএম
সেপ্টেম্বরে দুটি নিম্নচাপের পূর্বাভাস

চলতি সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে দুটি মৌসুমি নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ দীর্ঘমেয়াদি এ পূর্বাভাসের তথ্য জানান।

তিনি বলেন, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার প্রবাহও স্বাভাবিক থাকবে। এদিকে ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।

সামছুদ্দিন আহমেদ বলেন, লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার এ সতর্ক সংকেত দিয়েছিল আবহাওয়া অধিদফতর। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শও রয়েছে।

শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!